ঢাকা, ২৩ অক্টোবর বুধবার, ২০২৪ || ৮ কার্তিক ১৪৩১
good-food
৮৮৩

ঈদের আগেই রংপুর-ঢাকা  রুটে নতুন ট্রেন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৮ ২৪ জুলাই ২০১৯  

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদের আগেই রংপুর-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে। তিনি আরো জানান, ঈদের পর লালমনির হাট ও কুড়িগ্রাম থেকে আরক জোড়া নতুন ট্রেন চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 
মঙ্গলবার রেলভবনে মন্ত্রীর কার্যালয়ে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃেন্দর সাথে মতবিনিময় কালে মন্ত্রী একথা বলেন। 
রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ঢাকা থেকে দেশের উত্তরও পশ্চিমাঞ্চলে রলে যোগাযোগ সহজ করার লক্ষে্য যমুনা নদীতে আরেকটি রেলসেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে জাইকার অর্থায়নে রেলসেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। বর্তমানে মূল্যায়নের কাজ চলছে। মন্ত্রী আরো জানান, নতুন রেল সেতু নির্মানে ২ বছর সময় লাগবে। এই সেতুটি নির্মাণ হলে দুই লাইনে ট্রেন চলাচল করতে পারবে। 
নুরুল ইসলাম সুজন  জানান, বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচলে চাপ বেড়ে যাওয়ায় নতুন রেল সেতু নির্মাণের উদৌগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদের আগেই রংপুর থেকে ঢাকা নতুন স্বল্প বিরতির ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। এমাসেই বেশ কিছু বগি আসছে। ২৩ জুলাইয়ের মধ্যে নতুন বগিগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। বগিগুলো আসার পর এগুলো সংযোজন করে কোরবানী  ঈদের আগেই নতুন ট্রেন চালু করার কাজ হবে।  মন্ত্রী জানান, রংপুর বিভাগীয় শহর। এখানে ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের।
এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, নতুন বগি দিয়েই ঈদের পর লালমনিরহাট-কুড়িগ্রাম থেকে ঢাকা আরেকটি ট্রেন চালু করা হবে। এই ট্রেনটি চারদিন লালমনিরহাট এবং তিনদিন কুড়িগ্রাম থেকে ঢাকা চলাচল করবে।  
উল্লেখ্য, রংপুর-ঢাকা রুটে বর্তমানে একটি ট্রেন চলাচল করছে। নতুন ট্রেনটি লোকােমটিভ।স্বল্প বিরতির নতুন ট্রেনটি ঢাকা থেকে রাতে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরদিন সকালে আবার রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। 
এসময় রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী, সহ-সভাপতি জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম প্লাবন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মশিউর রহমান, সিনিয়র সদস্য অমিয় ঘটক পুলক, সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।